UPSC Assistant Commandant Recruitment 2024: কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) অ্যাসিস্ট্যান্ট কমেন্ডেন্ট (এক্সিকিউটিভ) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষাটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা ৯ই মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (এক্সিকিউটিভ) |
শূন্যপদ | ৩১ টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | upsc.gov.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ- ৩১টি (সাধারণ- ২৫, SC- ৪, ST- ২)
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি NCC ‘B’ বা ‘C’ সার্টিফিকেট থাকলে ইন্টারভিউয়ের সময় আগে অগ্রাধিকার দেওয়া হবে সেই প্রার্থীকে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৩৫ বছর পর্যন্ত। তবে বয়স হিসাব করতে হবে ১ লা আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর
- OBC প্রার্থীদের জন্য ৩ বছর
- PwBD প্রার্থীদের জন্য ১০ বছর
বেতন কাঠামো
বেতন কাঠামো সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে। শারীরিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষায় দুটি পেপার থাকবে এবং প্রত্যেকটি পেপারে আলাদা আলাদা বিষয়ের উপর প্রশ্ন থাকবে। সেগুলি নিচে আলোচনা করা হল-
- পেপার ১- জেনারেল এবিলিটি, ইন্টেলিজেন্স এবং প্রফেশনাল স্কিল (৩০০ নম্বর)
- পেপার ২- প্রবন্ধ, প্রিসি লেখা এবং কমপ্রিহেনশন (১০০ নম্বর)
শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)
শারীরিক দক্ষতার পরীক্ষায় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা টেস্টে পাশ করতে হবে। সেগুলি হল-
পুরুষদের ক্ষেত্রে
- ১০০ মিটার দৌড়- ১৬ সেকেন্ডে
- ৮০০ মিটার দৌড়- ৩ মিনিট ৪৫ সেকেন্ডে
- লং জাম্প- ৩.৫ মিটার (৩ বার সুযোগ)
- শট পুট- ৪.৫ মিটার (৩ বার সুযোগ)
মহিলাদের ক্ষেত্রে
- ১০০ মিটার দৌড়- ১৮ সেকেন্ডে
- ৮০০ মিটার দৌড়- ৪ মিনিট ৪৫ সেকেন্ডে
- লং জাম্প- ৩ মিটার (৩ বার সুযোগ)
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম আবেদনকারীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ৪ ডিসেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৪ ডিসেম্বর, ২০২৪
লিখিত পরীক্ষার তারিখ- ৯ মার্চ, ২০২৫
আরও আপডেটঃ দক্ষিণ পূর্ব রেলে ১৭৮৫ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here