DRDO-তে জুনিয়র রিসার্চ ফেলো পদে স্টাফ নিয়োগ, মাসিক বেতন ৩৭,০০০/- টাকা, আবেদন পদ্ধতি দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DRDO Junior Research Fellow Recruitment 2024: ডিফেন্স রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর অধীনস্থ টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি (TBRL) জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

এখানে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থা ডিফেন্স রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
পদের নাম জুনিয়র রিসার্চ ফেলো (JRF)
শূন্যপদ ৭ টি
মাসিক বেতন ৩৭,০০০/-  টাকা
আবেদন পদ্ধতি অফলাইন
অফিশিয়াল পোর্টাল www.drdo.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নাম- জুনিয়র রিসার্চ ফেলো (JRF)

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ৭ টি।

বিষয় শূন্যপদ
Physics ৩ টি
Mechanical Engineering ২ টি
Electronics & Communication Engineering ২ টি

শিক্ষাগত যোগ্যতা 

জুনিয়র রিসার্চ ফেলো (Physics)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েশন এবং বৈধ NET ডিগ্রি অর্জন করতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলো (Mechanical Engineering)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (প্রথম বিভাগ) B.E বা B.Tech এবং বৈধ NET/GATE ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে M.E বা M.Tech ডিগ্রী অর্জন করতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলো (Electronics & Communication Engineering)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে M.E বা M.Tech ডিগ্রী অর্জন করতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এখানে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৮ বছর পর্যন্ত। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST প্রার্থীদের জন্য- ৫ বছরের ছাড়
  • OBC প্রার্থীদের জন্য- ৩ বছরের ছাড়

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৩৭,০০০/-  টাকা করে বেতন প্রদান করা হবে। 

নিয়োগের মেয়াদ 

এখানে প্রাথমিকভাবে দুই বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে নিয়ম অনুযায়ী SRF-এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। JRF/SRF হিসেবে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কাজ করার সুযোগ থাকবে এখানে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় এবং স্থান আমাদের বিজ্ঞপ্তির নিচে উল্লেখ করা আছে।

আবেদন প্রক্রিয়া 

এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ এবং স্থান 

ইন্টারভিউয়ের তারিখ- 

  • ৭ জানুয়ারি, ২০২৫ (Physics)
  • ৯ জানুয়ারি, ২০২৫ (Mechanical Engineering)।
  • ১৭ জানুয়ারি, ২০২৫ (Electronics & Communication Engineering)

ইন্টারভিউয়ের স্থান- TBRL, সেক্টর-৩০, চণ্ডীগড়

আরও আপডেটঃ কোচিন শিপইয়ার্ড লিমিটেডে রিগার ট্রেইনি নিয়োগ, অষ্টম শ্রেণি পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment