Field Sales Officer Recruitment 2024: আপনি কি কলকাতা বা তার আশেপাশে কোন চাকরি খুঁজছেন? তাহলে M.S. TREXIM & MFGS. PVT. LTD. আপনার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। এই সংস্থার তরফ থেকে ফিল্ড সেলস অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | M.S. TREXIM & MFGS. PVT. LTD. |
পদের নাম | ফিল্ড সেলস অফিসার |
জব ক্যাটাগরি | প্রাইভেট জব |
মাসিক বেতন | ২৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
পদের নাম- ফিল্ড সেলস অফিসার
যোগ্যতা
এই পদে আবেদনের জন্য কোনরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে সেলস ও ফিল্ড সেলস সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা
তবে এই পদে আবেদন করার জন্য কিছু অভিজ্ঞতার প্রয়োজন। সেগুলি হল-
- ফিল্ড সেলসে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইনস্টিটিউশনাল সেলসে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
M.S. TREXIM & MFGS. PVT. LTD. সংস্থা সম্পর্কে
M.S. TREXIM & MFGS. PVT. LTD. একটি খ্যাতনামা শিল্প সংস্থা এবং এই সংস্থাটির পণ্য বিসমার্ক অনুমোদিত। সংস্থাটি বিগত আট বছর ধরে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে ফ্লাই অ্যাশ ব্রিক্স, প্রিকাস্ট কংক্রিট ব্লক, টাইলস, কার্ব স্টোন, হলো ব্লক, সলিড ব্লক এবং গ্রাস পেভারের মতো পণ্যের প্রস্তুতকারক।
কর্মস্থল
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য নিযুক্ত হবে তাদেরকে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় পোস্টিং দেওয়া হবে।
দায়িত্ব এবং কর্তব্য
এই পদে চাকরি পেলে যে সমস্ত দায়িত্বগুলি বহন করতে হবে সেগুলি হল-
- নির্ধারিত এলাকায় বিক্রয় সংক্রান্ত লিড তৈরি করতে হবে এবং সেগুলোকে সেলসে রূপান্তর করতে হবে।
- ইনস্টিটিউশনাল সেলস প্রোমোটার কন্ট্রাক্টর এবং প্রাইভেট ব্যবসা সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে।
- নিজের গতিবিধি GPS-এর মাধ্যমে নিয়মিত ট্রাক করতে হবে এবং রিপোর্ট প্রদান করতে হবে।
- মাসিক বিক্রয়ের লক্ষ্য পূরণ করতে হবে।
- নিজস্ব মোটরসাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে। সিম কার্ড সংস্থা প্রদান করবে।
- পুরো সময় বিক্রয় কার্যকলাপে নিযুক্ত থাকতে হবে এবং অন্য কোন কাজে যুক্ত থাকা যাবে না।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ২৫০০০/- টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে। সেগুলি হল-
- মাসিক লক্ষ্য পূরণ করলে অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়া হবে,
- যাতায়াত ভাতা (T.A) এবং দৈনিক ভাতা (D.A) কোম্পানি বহন করবে,
- সাপ্তাহিক ছুটির সুবিধা রয়েছে,
- বার্ষিক বোনাস দেওয়া হবে,
- বার্ষিক কর্মদক্ষতা বোনাস দেওয়া হবে।
- প্রভিডেন্ট ফান্ড (P.F) এবং ESIC সুবিধা রয়েছে,
- বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা এখানে রয়েছে।
এর পাশাপাশি মোবাইল বিল, বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য বীমা, ইন্টারনেট বিল এগুলি কোম্পানি প্রদান করবে।
কাজের সময়সূচী
এখানে ডে শিফটে কাজ করতে হবে। কোন রকম নাইট শিফটে কাজ করার প্রয়োজন নেই। তাই এটি দারুন সুযোগ হতে চলেছে চাকরিরপ্রার্থীদের কাছে।
আরও আপডেটঃ Pan Card 2.0: নিরাপত্তা এবং QR কোডের আধুনিক সুবিধা, এখনই এইভাবে আবেদন করুন
আবেদন পদ্ধতি
এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা M.S. TREXIM & MFGS. PVT. LTD.-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন করুন- Apply Now
Note: যেহেতু এটি প্রাইভেট চাকরি, তাই টাকা-পয়সা চাইলে দেবেন না। মনে রাখবেন টাকা দিয়ে চাকরি হয় না।