Kolkata Infosys Recruitment 2024: কলকাতায় ইন্টারভিউয়ের মাধ্যমে ইনফোসিস নিয়োগ, আবেদন চলছে অনলাইনে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Infosys Recruitment 2024: ইনফোসিস, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা, কলকাতা ক্যাম্পাসে একাধিক পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে এবং এই ইন্টারভিউটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নিউটাউনে ইনফোসিসের অফিসে সকাল ১০ টা থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

যে সমস্ত প্রার্থীরা SAP Developer এবং Consultant হিসেবে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই চাকরিটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। প্রার্থীরা আগে থেকে নিজেদের নাম নথিভুক্ত করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল। 

নিয়োগকারী সংস্থা ইনফোসিস
পদের নাম SAP Developer এবং Consultant
জব ক্যাটাগরি প্রাইভেট জব
নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউ
আবেদন পদ্ধতি অনলাইন

ইনফোসিস নিয়োগের শূন্যপদ সংক্রান্ত বিবরণ 

এখানে বিভিন্ন পদে ইনফোসিস নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হলো-

পদের নাম কাজের অভিজ্ঞতা
SAP ABAP Developer ২-১৫ বছর
SAP FICO Consultant ৩-১৫ বছর
SAP SD Consultant ৩-১৫ বছর
SAP MM Consultant ৩-১০ বছর
SAP BASIS Consultant ২-১৫ বছর
SAP BW/HANA/BODS/Data Migration ২-১৫ বছর
SAP ISU Consultant ২-১০ বছর
SAP UI5/FIORI/BTP Consultant ২-১৫ বছর
SAP PP/QM Consultant ২-১৫ বছর
SAP Security Consultant ২-১৫ বছর
SAP EWM Consultant ২-১৫ বছর
SAP TM Consultant ২-১৫ বছর

শিক্ষাগত যোগ্যতা 

এখানে অভিজ্ঞতার পাশাপাশি চাকরিপ্রার্থীদের ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে। 

ইনফোসিসের বর্তমান পরিস্থিতি 

ইনফোসিস বর্তমানে শেয়ারবাজারে খুব শক্তিশালী অবস্থানে রয়েছে। বিএসইতে (BSE) সংস্থার প্রতিটি শেয়ারের দাম শুক্রবার বাজার বন্ধের সময় ১,৯৯৯.৮৫/- টাকা ছিল। গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছিল ইনফোসিসের শেয়ার। যদিও বাজার বন্ধের সময় শেয়ারের মূল্যে কিছুটা পতন দেখা যায়। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে কোনরকম পরীক্ষা হবে না। শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিচে এই ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থান এবং সময় সম্পর্কে আলোচনা করা রয়েছে।

ইন্টারভিউ সংক্রান্ত বিবরণ

ইন্টারভিউয়ের স্থান- ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, পশ্চিমবঙ্গ, কলকাতা – ৭০০১৩৫

ইন্টারভিউয়ের তারিখ- ২১ ডিসেম্বর, ২০২৪

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্টারভিউয়ের সময়- সকাল ১০ টা

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 

যে সমস্ত প্রার্থীরা ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে চান তাদেরকে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে।

  • আপডেটেড বায়োডাটা 
  • সচিত্র সরকারি পরিচয়পত্র। যেমন- আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড 
  • দুটি পাসপোর্ট সাইজের ছবি

আরও আপডেটঃ How to Became an IPS Officer: কিভাবে একজন IPS অফিসার হওয়া যায়? ধাপে ধাপে বিস্তারিত গাইডলাইন দেখে নিন

আবেদন পদ্ধতি 

এই ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের আগে থেকেই অনলাইনের মাধ্যমে রেজিস্টার করতে হবে। এর জন্য ধাপগুলি অনুসরণ করুন 

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যান। 
  • একটু স্ক্রল করে নিচে গিয়ে ‘Click to Proceed’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। নতুন ব্যবহারকারীদের জন্য সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন করা হলে আবেদন ফরম পূরণ করে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ লিংক 

আবেদন করুন- Apply Now

Note: যেহেতু এটি প্রাইভেট চাকরি, তাই টাকা-পয়সা চাইলে দেবেন না। মনে রাখবেন টাকা দিয়ে চাকরি হয় না।

Leave a Comment