ভারতীয় আর্মিতে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে মাসিক বেতন ২৯,২০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AOC Various Posts Recruitment 2024: ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আর্মি অর্ডন্যান্স কর্পস সেন্টার (AOC) বিভিন্ন গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা সর্বনিম্ন মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে।

MTS, ফায়ারম্যান, ট্রেডসম্যান মেট ইত্যাদি পদে এখানে নিয়োগ হচ্ছে। ভারতীয় নাগরিক হলে ছেলেমেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থা আর্মি অর্ডন্যান্স কর্পস সেন্টার (AOC)
পদের নাম MTS, ফায়ারম্যান, ট্রেডসম্যান মেট সহ বিভিন্ন পদ
শূন্যপদ মোট ৭০৪ টি
মাসিক বেতন ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে
অফিশিয়াল পোর্টাল aocrecruitment.gov.in

পদ এবং শূন্য পদের বিবরণ 

এবারে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল- 

পদের নাম শূন্যপদ
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ১৯ টি
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) ২৭ টি
সিভিল মোটর ড্রাইভার (OG) ০৪ টি
টেলি অপারেটর গ্রেড-II ১৪ টি
ফায়ারম্যান ২৪৭ টি
কার্পেন্টার এবং জয়নার ০৭ টি
পেইন্টার এবং ডেকোরেটর ০৫ টি
MTS ১১ টি
ট্রেডসম্যান মেট ৩৮৯ টি
মোট ৭০৪ টি

শিক্ষাগত যোগ্যতা

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল- 

মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে স্নাতক ডিগ্রী বা ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। 

সিভিল মোটর ড্রাইভার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলি অপারেটর গ্রেড-II- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং PBX বোর্ড পরিচালনার দক্ষতা থাকতে হবে।

ফায়ারম্যান, MTS, ট্রেডসম্যান মেট- এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছরের ছাড়
  • OBC- ৩ বছরের ছাড়
  • PWD- ১০ বছরের ছাড়

বেতন কাঠামো

এখানে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

পদের নাম মাসিক বেতন
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
সিভিল মোটর ড্রাইভার (OG) ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
টেলি অপারেটর গ্রেড-II ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
ফায়ারম্যান ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
কার্পেন্টার এবং জয়নার ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
পেইন্টার এবং ডেকোরেটর ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
MTS ১৮,০০০ – ৫৬,৯০০/- টাকা
ট্রেডসম্যান মেট ১৮,০০০ – ৫৬,৯০০/- টাকা

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment