WB District Various Posts Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। পূর্ব বর্ধমান জেলার CMOH এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সম্প্রতি চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | জেলার CMOH এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি |
পদের নাম | Various |
শূন্যপদ | ৯ টি |
মাসিক বেতন | ৩৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | www.wbhealth.gov.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফ্যাসিলিটি) | ১ টি |
কুক কাম কেয়ারটেকার (শুধুমাত্র মহিলা) | ১ টি |
টিউবারকুলোসিস হেলথ ভিজিটর (TBHV) | ১ টি |
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) | ১ টি |
অ্যাটেন্ডেন্ট (শুধুমাত্র মহিলা) | ৪ টি |
মেডিকেল সোশ্যাল ওয়ার্কার | ১ টি |
মোট | ৯ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফ্যাসিলিটি)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে MBBS/Dental/AYUSH/Nursing/লাইফ সায়েন্স/সোশ্যাল সায়েন্সে স্নাতক এবং হাসপাতাল প্রশাসন/স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্নাতকোত্তর হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা দরকার।
কুক কাম কেয়ারটেকার (শুধুমাত্র মহিলা)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
টিউবারকুলোসিস হেলথ ভিজিটর (TBHV)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে এবং ১ বছরের জনস্বাস্থ্য অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অপারেশন সার্টিফিকেট প্রয়োজন।
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে M.Sc ডিগ্রি অর্জন করতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এছাড়া B.Sc ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীর ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
অ্যাটেন্ডেন্ট (শুধুমাত্র মহিলা)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
মেডিকেল সোশ্যাল ওয়ার্কার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে BA/B.Sc/B.Com ডিগ্রী অর্জন করতে হবে এবং ১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা
এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। সেগুলো নীচে আলোচনা করা হল-
পদের নাম | বয়স সীমা |
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফ্যাসিলিটি) | সর্বোচ্চ ৪০ বছর |
কুক কাম কেয়ারটেকার (শুধুমাত্র মহিলা) | ২০-৪০ বছর |
টিউবারকুলোসিস হেলথ ভিজিটর (TBHV) | ২১-৪০ বছর |
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) | ২২-৪০ বছর |
অ্যাটেন্ডেন্ট (শুধুমাত্র মহিলা) | ২০-৪০ বছর |
মেডিকেল সোশ্যাল ওয়ার্কার | ২০-৪০ বছর |
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফ্যাসিলিটি) | ৩৫,০০০/- টাকা |
কুক কাম কেয়ারটেকার (শুধুমাত্র মহিলা) | ৮,০০০/- টাকা |
টিউবারকুলোসিস হেলথ ভিজিটর (TBHV) | ১৮,০০০/- টাকা |
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) | ২৫,০০০/- টাকা |
অ্যাটেন্ডেন্ট (শুধুমাত্র মহিলা) | ৫,০০০/- টাকা |
মেডিকেল সোশ্যাল ওয়ার্কার | ১৮,০০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদেরকে এখানে নিয়োগপত্র দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গ হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
- সাধারণ প্রার্থীদের জন্য- ১০০/- টাকা
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য- ৫০/- টাকা
প্রয়োজনীয় ডকুমেন্ট
এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল-
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- পেমেন্ট সিসিপ্ট
- পাসপোর্ট সাইজের ফটো
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৮ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৪ ডিসেম্বর, ২০২৪
আরও আপডেটঃ ভারতীয় আর্মিতে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে মাসিক বেতন ২৯,২০০/- টাকা
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here