AAI Kolkata Apprentice Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI), NSCBI এয়ারপোর্ট, কলকাতা সম্প্রতি অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এখানে প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদ | ৩৫ টি |
মাসিক বেতন | ৯,০০০-১৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | www.aai.aero |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ হচ্ছে।
মোট শূন্যপদ- এখানে সব মিলিয়ে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। তবে বিভিন্ন ট্রেডে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সেগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হল-
ট্রেড | শূন্যপদ |
স্নাতক শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) | ৬ টি |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) | ৮ টি |
স্নাতক শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল) | ৫ টি |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল) | ৬ টি |
ট্রেড শিক্ষানবিশ (ITI – ইলেকট্রিক্যাল) | ২ টি |
স্নাতক শিক্ষানবিশ (ইলেকট্রনিকস ও কমিউনিকেশন) | ১ টি |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন) | ২ টি |
ট্রেড শিক্ষানবিশ (ITI – ইলেকট্রনিকস ও মেকানিক্স) | ১ টি |
ট্রেড শিক্ষানবিশ (ITI – COPA) | ৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক শিক্ষানবিশ- এই ট্রেডে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের পূর্ণকালীন ডিগ্রী অর্জন করতে হবে।
ডিপ্লোমা শিক্ষানবিশ- ডিপ্লোমা শিক্ষানবিশ ট্রেডে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের পূর্ণকালীন ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
ট্রেড শিক্ষানবিশ (ITI)- এই ট্রেডে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে NCVT/SCVT কোর্স থেকে ITI সার্টিফিকেট অর্জন হতে হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৬ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর
- OBC প্রার্থীদের জন্য ৩ বছর
- PwBD প্রার্থীদের জন্য ১০ বছর
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি আলাদা ট্রেডের জন্য প্রতি মাসে আলাদা আলাদা স্টাইপেন্ড প্রদান করা হবে। নীচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-
ট্রেড | মাসিক স্টাইপেন্ড |
স্নাতক শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) | ১৫,০০০/- টাকা |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – সিভিল) | ১২,০০০/- টাকা |
স্নাতক শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল) | ১৫,০০০/- টাকা |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইঞ্জিনিয়ারিং – ইলেকট্রিক্যাল) | ১২,০০০/- টাকা |
ট্রেড শিক্ষানবিশ (ITI – ইলেকট্রিক্যাল) | ৯,০০০/- টাকা |
স্নাতক শিক্ষানবিশ (ইলেকট্রনিকস ও কমিউনিকেশন) | ১৫,০০০/- টাকা |
ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন) | ১২,০০০/- টাকা |
ট্রেড শিক্ষানবিশ (ITI – ইলেকট্রনিকস ও মেকানিক্স) | ৯,০০০/- টাকা |
ট্রেড শিক্ষানবিশ (ITI – COPA) | ৯,০০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও আপডেটঃ স্কিল ইন্ডিয়ায় বিনামূল্যে ফাইন্যান্স সার্টিফিকেশন কোর্স, বেকারদের কোর্স করিয়ে চাকরি দিচ্ছে
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here