Wbchakri.com হচ্ছে বাংলা ভাষার অন্যতম একটি জব নিউজ পোর্টাল। এখানে আমরা সরকারি, বেসরকারি সহ বিভিন্ন চাকরির খবরগুলি নিয়মিত পাবলিশ করি। পশ্চিমবঙ্গের এবং ভারতের বিভিন্ন জায়গার চাকরির লেটেস্ট আপডেট গুলি চাকরিপ্রার্থীদের কাছে পৌছোয় না, এই সমস্যার সমাধানের জন্য আমরা এই Wb Chakri পোর্টাল শুরু করেছি।
আমাদের উদ্দেশ্য (Our Motive)
Wb Chakri নিউজ পোর্টালটি শুরুর পর থেকে আজ পর্যন্ত আমাদের একমাত্র উদ্দেশ্য হল- পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত এবং বেকার চাকরিপ্রার্থীদের কাছে সমস্ত চাকরি, ইন্টার্নশিপ, অ্যাপ্রেনটিসশিপ এর খবরগুলি সঠিক সময়ে সবার আগে পৌছে দেওয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের ডিজিটাল মিডিয়ার একটি টিম কাজ করছে। এই ফিল্ডে আমরা ৫ বছরের বেশি সময় ধরে আছি। তাই যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে সঠিক খবর তুলে ধরি।
আমাদের নিউজ সোর্স (Our News Source)
আমরা আমাদের পাঠকদের কাছে সঠিক চাকরির তথ্য তুলে ধরার জন্য বিভিন্ন সরকারি ওয়েবসাইট ফলো করি, সেইসাথে প্রথম সারির নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়ার উপরে নজর রাখি। যেকোনো গুরুত্বপূর্ণ জব নিউজ সংগ্রহ করার পর আমাদের Wb Chakri টিম সেটি যাচাই করে তারপর পাবলিশ করে।
আমাদের কোম্পানি (Our Company)
Wbchakri.com পোর্টালটি KMS Digital Media Enterprise-এর অধীনে পরিচালিত হচ্ছে। আমাদের MSME রেজিস্ট্রেশন নম্বর- UDYAM-WB-13-0059288.
যোগাযোগের তথ্য (Contact Details)
Email: [email protected]
Mobile No.: 9564799845