BEL MIT Recruitment 2024: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL), যা ভারতের প্রিমিয়ার নবরত্ন প্রতিরক্ষা ইলেকট্রনিক সংস্থা। এই সংস্থাটি 2024-25 সালের জন্য হায়দ্রাবাদ ইউনিটে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি (MIT) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) |
পদের নাম | ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি (MIT) |
শূন্যপদ | ৩ টি |
মাসিক বেতন | ২০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | সরাসরি ইন্টারভিউ |
ইন্টারভিউয়ের তারিখ | ১০/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | bel-india.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনি (MIT)
শূন্যপদ- ৩ টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে CMA Inter বা CA Inter পাশ করতে হবে। পাশাপাশি ICMAI বা ICAI-তে নিবন্ধিত হতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৫ বছর। তবে বয়স হিসাব করতে হবে ০১/১২/২০২৪ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছরের ছাড়
- OBC- ৩ বছরের ছাড়
- PWD- ১০ বছরের ছাড়
বেতন কাঠামো
এখানে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং তিন বছরের জন্য নিয়োগ করা হবে। প্রতি বছরে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। সেগুলি হল-
- ১ম বছর- ১৮,০০০/- টাকা প্রতি মাসে
- ২য় বছর- ১৯,০০০/- টাকা প্রতি মাসে
- ৩য় বছর- ২০,০০০/- টাকা প্রতি মাসে
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, স্থান এবং সময় নীচে দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি
এখানে প্রার্থীদেরকে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে সংশ্লিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
ইন্টারভিউ দিতে যে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
- আবেদনপত্র
- জন্ম তারিখের সার্টিফিকেট
- CMA/CA ইন্টারমিডিয়েট পাশ সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
- আধার কার্ড
গুরুত্বপূর্ণ তারিখ ও স্থান
ইন্টারভিউয়ের তারিখ- ১০/১২/২০২৪
ইন্টারভিউয়ের সময়- সকাল ১০:০০ টা
ইন্টারভিউয়ের স্থান- মেসার্স ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, I.E. Nacharam, হায়দ্রাবাদ – ৫০০ ০৭৬
আরও আপডেটঃ CRPF Recruitment 2024: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৪,০০০/- টাকা
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here