How to Became an CA: কীভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া যায়? পরীক্ষা, সিলেবাস, বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How to Became an CA: বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করার প্রতি বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। এক্ষেত্রে ভালো আয়, সম্মান এবং একটি স্থিতিশীল ক্যারিয়ারের সুযোগ পাওয়া যায়। ফলে CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার প্রতি আগ্রহ ক্রমশই বাড়ছে। 

যদি আপনিও একজন CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেড হওয়ার সম্পূর্ণ গাইডলাইন জানিয়ে দেব।

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কী?

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এমন একজন পেশাদার, যিনি কোম্পানির বাজেট পরীক্ষা-নিরীক্ষা, ট্যাক্স ম্যানেজমেন্ট এবং সঠিক ব্যবসায়িক কৌশল তৈরিতে সাহায্য করেন। কোম্পানির আর্থিক অবস্থা ঠিক রাখার পাশাপাশি ব্যবসায়িক সমস্যার সমাধানেও CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স করতে কত সময় লাগে?

  • আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে CA কোর্স শুরু করেন তাহলে প্রায় ৫ বছর সময় লাগবে। 
  • আপনি যদি স্নাতক ডিগ্রী সম্পন্ন করে CA কোর্স শুরু করেন তাহলে আপনার ৪.৫ বছর সময় লাগবে। 

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ধাপসমূহ

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে মূলত তিনটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেগুলি আপনাকে অতিক্রম করতে হবে। সেগুলি হল-

  • CA ফাউন্ডেশন
  • CA ইন্টারমিডিয়েট
  • CA ফাইনাল

CA ফাউন্ডেশন কোর্স

  • এই কোর্সটি করতে গেলে চাকরিপ্রার্থীকে কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং নূন্যতম ৫০% নাম্বার লাগবে। 
  • রেজিস্ট্রেশনের পরে ৪ মাস সময় পাওয়া যায় প্রস্তুতির জন্য। 
  • এই কোর্সের পরীক্ষায় মূলত চারটি পেপার থাকে। প্রতিটি পেপার ১০০ নম্বরের হয়। 

CA ইন্টারমিডিয়েট কোর্স 

  • ফাউন্ডেশন পাশ করার পর এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয়।
  • এখানে মোট ৮ টি পেপার থেকে যা দুটি গ্রুপে বিভক্ত। 
  • এই পরীক্ষার জন্য ৪ বছরের মেয়াদ থাকে। 

CA ফাইনাল পরীক্ষা 

  • ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করার পর ৩ বছরের প্রশিক্ষণ নিতে হয়। 
  • প্রশিক্ষণ শেষে CA ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। 
  • ফাইনাল পরীক্ষাতেও ৮ টি পেপার থাকে। 

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সের ফি 

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সের মধ্যে যে তিনটি কোর্স রয়েছে সেই তিনটি কোর্সে আলাদা আলাদা ফি রয়েছে। সেগুলি হল- 

  • ফাউন্ডেশন কোর্স- ৯৮০০/- টাকা
  • ইন্টারমিডিয়েট কোর্স- ২৭২০০/- টাকা
  • ফাইনাল কোর্স- ৩২২০০/- টাকা

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা 

একজন CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সেখানে নূন্যতম ৫০% নাম্বার পেতে হবে। অন্য বিষয়ের ছাত্রছাত্রী হলে ৫৫% নাম্বার দরকার। এছাড়া ৬০% নাম্বার নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে ক্যারিয়ারের সুযোগ

চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। যেমন-

  • ব্যাংকিং সেক্টর
  • বীমা কোম্পানি
  • কনসালটেন্সি ফার্ম
  • সরকারি ও বেসরকারি সংস্থা
  • মাল্টিন্যাশনাল কোম্পানি (MNCs)

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বেতন কাঠামো 

একজন সকল CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের শুরুতেই বার্ষিক বেতন ৫ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত। অভিজ্ঞতা বাড়তে বাড়তে সেটি ২০ লক্ষ টাকা ছাড়াতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও আপডেটঃ How to Became an IAS Officer: কীভাবে একজন IAS Officer হওয়া যায়? পরীক্ষার প্রস্তুতি, সিলেবাস, বেতন সব তথ্য জানুন

ভারতের সেরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রশিক্ষণ কেন্দ্র

ভারতের যে সমস্ত CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল-

  • একাডেমি অফ কমার্স, দিল্লি
  • ইয়েশাস একাডেমি, ব্যাঙ্গালোর
  • এটি একাডেমি, মুম্বাই
  • বিদ্যাসাগর ক্যারিয়ার ইনস্টিটিউট, জয়পুর

CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া কঠিন হলেও সঠিক পরিকল্পনা ও অধ্যাবসায় থাকলে তা নিশ্চয়ই সম্ভব। এটা শুধু একটি পেশা নয়, বরং আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের একটি সুযোগ। তাই আজই এই ধাপগুলি মেনে প্রস্তুতি শুরু করুন এবং একজন সফল CA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন পূরণ করুন।

Leave a Comment