পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার ২০১৪ সালে চালু করেছিলেন লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাংলার প্রান্তিক লোকশিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং বাংলার বিলুপ্তপ্রায় লোকশিল্পকে পুনরুদ্ধার করা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে পরিচিত এই প্রকল্পটি ২০২৪ সালেও সক্রিয় হয়ে রয়েছে।
লোকপ্রসার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
প্রকল্পের নাম | লোকপ্রসার প্রকল্প |
উদ্বোধন | ২০১৪ সাল |
সংশ্লিষ্ট বিভাগ | তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ |
লক্ষ্য | বাংলার লোকশিল্প এবং শিল্পীদের আর্থিক ও সামাজিক মর্যাদা প্রদান |
ভাতার পরিমাণ | মাসিক ১০০০/- টাকা |
লোকপ্রসার প্রকল্পের উদ্দেশ্য
পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত লোকপ্রসার প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল-
- বাংলার বিলুপ্তপ্রায় লোকশিল্প সংরক্ষণ করে রাখা,
- প্রান্তিক লোকশিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা,
- লোকশিল্পীদের যথাযথ পরিচয়পত্র এবং সামাজিক মর্যাদা প্রদান করা,
- তরুণ প্রজন্মকে লোকশিল্পে আকৃষ্ট করে তোলা,
- সরকারি উন্নয়ন প্রকল্পে লোকশিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
কাদের জন্য এই প্রকল্প?
পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত এই প্রকল্পে রাজ্যের যেকোনো স্বনামধন্য লোকশিল্পী আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তবে ৬০ বছরের বেশি বয়সী শিল্পীরা পেনশনের সুবিধা পাবেন এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পের আয়তায় লোকশিল্পীদের মাসিক ১০০০/- টাকা করে ভাতা দেওয়া হয়।
যোগ্যতা ও শর্তাবলী
এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতা রয়েছে। সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী প্রার্থীকে একজন স্বীকৃত লোকশিল্পী হতে হবে।
- প্রার্থীকে ন্যূনতম ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে।
- নিজস্ব নামে বৈধ একাউন্ট থাকা বাধ্যতামূলক।
প্রকল্পের সুবিধা
লোকপ্রসার প্রকল্পে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হল-
- মাসিক ভাতা- এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৬০ বছর বয়সী শিল্পীরা মাসিক ১০০০/- টাকা করে রিটেইনার ফি পায়।
- পেনশন সুবিধা- ৬০ বছরের বেশি বয়সে শিল্পীদের মাসে ১০০০/- টাকা করে পেনশন দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।
- সরকারি প্রকল্পে অংশগ্রহণ- এই প্রকল্পের আয়তায় থাকা শিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে যুক্ত হয়ে অতিরিক্ত আর্থিক সাহায্য পেতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
লোকপ্রসার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল-
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র,
- আধার কার্ড বা ভোটার কার্ড,
- লোকশিল্পী রেজিস্ট্রেশন নাম্বার,
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- জাতিগত শংশপত্র,
- পারিবারিক আয়ের শংসাপত্র,
- ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি,
- বৈধ মোবাইল নাম্বার।
আবেদন করার পদ্ধতি
লোকপ্রসার প্রকল্পে আবেদন করার জন্য অনলাইনে বা অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যায়। অফলাইনে আবেদন করার জন্য সরাসরি সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন করা যাবে।
অনলাইন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান,
- এরপর “ফার্মার্স কর্নার” বা সংশ্লিষ্ট বিভাগে ক্লিক করুন,
- এরপর নিজের জেলা এবং নিকটবর্তী লোকপ্রসার কেন্দ্র নির্বাচন করুন,
- এরপর অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনের ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
অফলাইনে আবেদন
অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী তথ্য ও সংস্কৃতি অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করুন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সেটি জমা দিন।
আরও আপডেটঃ Kolkata Infosys Recruitment 2024: কলকাতায় ইন্টারভিউয়ের মাধ্যমে ইনফোসিস নিয়োগ, আবেদন চলছে অনলাইনে
মনে রাখবেন, আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করা নিশ্চিত। কোনো ডকুমেন্ট অসম্পূর্ণ থাকলে বা ভুল থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
গুরুত্বপূর্ণ লিংক
অনলাইনে আবেদন করুন- Apply Now
অফলাইনে আবেদন করার ফর্ম- Download Now