Manabik Pension Scheme: পশ্চিমবঙ্গ সরকারের “মানবিক পেনশন স্কিম” রাজ্যের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পটির মাধ্যমে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে। যারা এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
মানবিক পেনশন স্কিমের সারসংক্ষেপ
প্রকল্পের নাম | মানবিক পেনশন স্কিম |
কে চালু করেছে | মমতা ব্যানার্জি |
সংশ্লিষ্ট বিভাগ | মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ |
কোন রাজ্যে প্রচলিত | পশ্চিমবঙ্গ |
কারা সুবিধা পাবে | প্রতিবন্ধী ব্যক্তি |
মাসিক ভাতা | ১০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
কারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন?
মানবিক পেনশন স্কিমে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে কমপক্ষে ৪০% শারীরিক প্রতিবন্ধী হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
- অন্য কোন সরকারি ভাতা যেমন- বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পারিবারিক পেনশন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি সুবিধাভোগী হলে এই স্কিমের জন্য আবেদন করা যাবে না।
- সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের স্বাক্ষরিত প্রতিবন্ধকতা শংসাপত্র থাকতে হবে। না হলে এই প্রকল্পের আয়তায় সুবিধা পাওয়া যাবে না।
মানবিক পেনশন স্কিমের সুবিধা
পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মানবিক পেনশন স্কিমের মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করা হয়।
- প্রতিমাসে ১০০০/- টাকা আর্থিক ভাতা প্রদান করা হয়।
- প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর এবং সমাজে স্থিতিশীল অবস্থান নিশ্চিত করা হয়।
- আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করা হয়।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
পশ্চিমবঙ্গ সরকারের মানবিক পেনশন স্কিমে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল-
- প্রতিবন্ধকতার শংসাপত্র,
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড,
- আধার কার্ড,
- পারিবারিক আয়ের শংসাপত্র,
- পাসপোর্ট সাইজের ছবি,
- ব্যাংক একাউন্টের বিবরণ,
- বয়সের প্রমাণপত্র,
- মোবাইল নম্বর।
আবেদন পদ্ধতি
এই প্রকল্পে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। অফলাইনে আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম আবেদনপত্র সংগ্রহ করুন। আবেদনপত্রটি ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO), সাব-ডিভিশনাল অফিসারের অফিস (SDO), কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করা যেতে পারে।
- এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জমা দিন।
- মনে রাখবেন যে অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করেছিলেন সেখানেই জমা দিতে হবে।
- সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ডকুমেন্ট যাচাই করে অনুমোদন প্রদান করবেন।
- আবেদন অনুমোদন হলে প্রতি মাসে ১০০০ টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে জমা দেওয়া হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান
- গ্রামাঞ্চলে BDO অফিস (ব্লক ডেভেলপমেন্ট অফিসার),
- শহরাঞ্চলে SDO অফিস (মহকুমা আধিকারিকের অফিস),
- দুয়ারে সরকার ক্যাম্প,
- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ভ্যাগ্রেন্স কন্ট্রোল অফিসে।
যোগাযোগের তথ্য
মানবিক পেনশন স্কিমে আবেদন করার জন্য যদি কোন রকম সমস্যা হয় তাহলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বার বা ইমেল আইডিতে সরাসরি যোগাযোগ করতে পারেন।
- হেল্পলাইন নম্বর- ০৩৩-২৩৫৯৭৯৯৭
- ইমেল আইডি- [email protected]
- অফিসের ঠিকানা- সুবর্ণ ভবন, ডিএফ ব্লক, সেক্টর ১, বিধাননগর, কলকাতা – ৭০০০৬৪
আরও আপডেটঃ How to Became an ED: কীভাবে একজন ED হওয়া যায়? কোন পরীক্ষা দিতে হয়, কীভাবে প্রস্তুতি নেবেন?
রাজ্য সরকারের এই প্রকল্পে প্রায় ২ লক্ষ প্রতিবন্ধী মানুষ মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। বছরে এই প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। মানবিক পেনশন স্কিম সমাজের অক্ষম এবং প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিবন্ধী মানুষদের আত্মিক সহায়তা দিয়ে তাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করছে।
যারা এখনো এই সুবিধা পাননি তারা দ্রুত নিকটস্থ সরকারি অফিসে গিয়ে আবেদন করুন এবং প্রতি মাসে ১০০০/- টাকা ভাতা পাওয়ার সুযোগ গ্রহণ করুন।