SCR Apprentice Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি সাউথ সেন্ট্রাল রেলওয়েতে ৪২৩২ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
এই নিয়োগটি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১-এর দ্বারা পরিচালিত হবে। এখাএন আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী ভারতীয় রেলের এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | সাউথ সেন্ট্রাল রেলওয়ে |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদ | ৪২৩২ টি |
মাসিক বেতন | কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭/০১/২০২৫ |
অফিশিয়াল পোর্টাল | scr.indianrailways.gov.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ- ৪২৩২ টি
নীচে প্রত্যেকটি ট্রেডের নাম এবং শূন্যপদের তালিকা বিস্তারিত আলোচনা করা হল-
ট্রেডের নাম | শূন্যপদ |
AC মেকানিক | ১৪৩ টি |
এয়ার কন্ডিশনিং | ৩২ টি |
কার্পেন্টার | ৪২ টি |
ডিজেল মেকানিক | ১৪২ টি |
ইলেকট্রনিক মেকানিক | ৮৫ টি |
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স | ১০ টি |
ইলেকট্রিশিয়ান | ১০৫৩ টি |
ফিটার | ১৭৪২ টি |
মেশিনিস্ট | ১০০ টি |
পেইন্টার | ৭৪ টি |
ওয়েল্ডার | ৭১৩ টি |
মোটর মেকানিক | ৮ টি |
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষায় ৫০% নাম্বার থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৪ বছর। বয়স হিসাব করতে হবে ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য। (SC/ST- ৫ বছর, OBC- ৩ বছর, PwBD- ১০ বছর)।
বেতন কাঠামো
এখন অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন প্রতিটি প্রার্থীকে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে। বেতন কাঠামো সম্পর্কিত কোন তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদের দশম শ্রেণীর নাম্বার এবং আইটিআই পরীক্ষার নাম্বারের গড়ের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী চাকরিপ্রার্থীরা সাউথ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Online Act Apprentice Application” লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
- সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য- ১০০ টাকা
- SC/ST/PwBD এবং মহিলাদের জন্য- কোনও ফি লাগবে না
প্রয়োজনীয় ডকুমেন্ট
- ১০ম শ্রেণির মার্কশিট
- ITI সার্টিফিকেট
- আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি
আরও আপডেটঃ ভারতীয় নৌবাহিনীতে এক্সিকিউটিভ নিয়োগ, মাসিক বেতন ৫৬,১০০/- টাকা, অনলাইনে আবেদন চলছে
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৭ জানুয়ারি, ২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here