NCCF UDC And MTS Recruitment 2024: ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) সংস্থার তরফ থেকে UDC (Upper Division Clerk), Field Staff এবং MTS (Multi Tasking Staff) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) |
পদের নাম | UDC (Upper Division Clerk), Field Staff এবং MTS (Multi Tasking Staff) |
শূন্যপদ | ৩ টি |
মাসিক বেতন | ১৮,০০০/- থেকে ২৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | nccf-india.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল-
- UDC (Upper Division Clerk),
- Field Staff,
- MTS (Multi Tasking Staff)
মোট শূন্যপদ- ৩ টি (প্রত্যেকটি পদের জন্যে একটি করে শূন্যপদ)
শিক্ষাগত যোগ্যতা
UDC (Upper Division Clerk)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে BBA, MBA বা অন্য যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি কম্পিউটার এবং মার্কেটিং-এর দক্ষতা থাকা আবশ্যক। প্রোকিউরমেন্ট এবং ট্র্যাক & ট্রেস পোর্টাল ব্যবস্থাপনার জ্ঞান থাকতে হবে।
Field Staff- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে বিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষায় জ্ঞান থাকা প্রয়োজন।
MTS (Multi Tasking Staff)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে বাণিজ্যিক বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা
বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেয়নি। যেকোনো বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
মাসিক বেতন
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-
UDC (Upper Division Clerk)- এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
Field Staff ও MTS (Multi Tasking Staff)- এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রার্থীরা কাজের জন্য সন্তোষজনক না হলে চুক্তি বাতিল করার অধিকার রয়েছে। কাজের মেয়াদ পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাড়ানো হতে পারে। তবে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। সর্বপ্রথম আমাদের প্রতিবেদনে নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় বা ইমেইলে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Branch Manager Pune, NCCF, ২০১, পুনম প্লাজা, শিবনিরি পাথ, আদর্শ নগর সোসাইটি, পারসানিস কলোনি, মহর্ষি নগর, পুণে, মহারাষ্ট্র – ৪১১০৩৭
ইমেইল- [email protected]
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২৪ (সন্ধ্যা ৫টা পর্যন্ত)
গুরুত্বপূর্ণ লিংক
আবেদনপত্র- Download Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here